অধ্যক্ষের বানী
কারিগরি শিক্ষা নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ছাড়া কোন দেশ উন্নতি লাভ করতে পারে না। জার্মান, জাপান, সিঙ্গাপুর, মালয়শিয়াকে উদাহরণ হিসেবে ধরা যায়। এ দেশকে সমৃদ্ধশালী করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় যত বেশী এগিয়ে নিবো, আমাদের দেশ তত বেশী অর্থনৈতিক সমৃদ্ধ লাভ করবে। ভবিষ্যৎ চাহিদার কথা ভেবে লালমনিরহাট জেলার একমাত্র সরকারি কারিগরি প্রতিষ্ঠান "লালমনিরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজ" নিরলসভাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।