Vision & Mission
ভিশনঃ
কারিগরি ও বৃত্তিমূলক সিক্ষার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক, আর্থ-সামাজিক ও দারিদ্র দূরীকরণে কাজ করা।
মিশনঃ
- (১) অত্র জেলার দরিদ্র ও শিক্ষা-বঞ্চিত বা ঝরে-পড়া বৃহৎ সংখ্যক তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা।
- (২) আগ্রহী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে জ্ঞান ও দক্ষতা প্রদান পুর্বক স্বাবলম্বী ও আত্বপ্রত্যয়ী হয়ে আত্ম-কর্মসংস্থানে সহায়তা করা।
- (৩) এ এলাকার চাহিদার আলোকে আরো যুগোপযোগী ট্রেড চালু করে কারিগরি শিক্ষার বিস্তার করা।
- (৪) এইচএসসি (ভোকেশনাল) এ দ্বিতীয় শিফট চালু করা।
- (৫) ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে আরও বিজ্ঞান ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাশ পরিচালনা করা।